ঘোড়াঘাটে ১০৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার


dailymukti24 প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৫, ৫:৪২ অপরাহ্ন /
ঘোড়াঘাটে ১০৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
ফাহিম হোসেন রিজু,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে ১০৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হুরি বেগম (৪১), নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ১নং বুলাকিপুর ইউনিয়নের ভেলাইন গ্রামের তার নিজ বসতবাড়ির বারান্দা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত নারী হলো, ওই গ্রামের আব্দুল করিমের স্ত্রী
পুলিশ জানায়, উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের প্রতিটির বাজারমূল্য প্রায় ২০০ টাকা করে মোট আনুমানিক মূল্য দাঁড়ায় ২১ হাজার টাকা।
ঘটনার বিষয়ে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”