কালীগঞ্জে ভুয়া এনজিও সন্দেহে আটক-২


dailymukti24 প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৫, ৭:৫৫ অপরাহ্ন /
কালীগঞ্জে ভুয়া এনজিও সন্দেহে  আটক-২

নিজস্ব প্রতিনিধি | কালীগঞ্জ, লালমনিরহাট

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজার এলাকায় ‘হামদান ফাউন্ডেশন’ নামে একটি এনজিওর দুজন কর্মীকে ভুয়া কর্মকাণ্ডের অভিযোগে স্থানীয়রা আটক করে থানায় সোপর্দ করেছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। আটককৃত দুই এনজিও কর্মী হলেন, কুমিল্লার চান্দিনা এলাকার জুয়েল (৩৮) এবং নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার রাকিব (৩২)।  এরা দুজনে হামদান ফাউন্ডেশন এর মাঠ কর্মী।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, এনজিও কর্মীরা গ্রামে গ্রামে ঘুরে সদস্য সংগ্রহের নামে লোকজনের কাছ থেকে সঞ্চয় আদায় এবং ঋণ দেওয়ার বিপরীতে অগ্রিম ডিপোজিট জমা নিচ্ছিল। বিষয়টি স্থানীয়দের সন্দেহজনক মনে হলে তারা কর্মীদের জিজ্ঞাসাবাদ করে। সন্তোষজনক জবাব না পাওয়ায় উত্তেজিত জনতা তাদের আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের থানা হেফাজতে নিয়ে যায়।

এ ঘটনার সংবাদ পেয়ে উপজেলার বিভিন্ন এলাকা হতে লোকজন থানায় এসে ভির জমায় ও অভিযোগ করেন। তবে জানা গেছে হামদান ফাউন্ডেশন নামক এ এনজিওটি কাকিনা এলাকার ফালু মিয়া নামক একজনের বাসা ভারা নিয়ে অফিস স্থাপন করেছেন বলে জানা গেছে।

তবে এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি তদন্ত রমজান আলী।  তিনি বলেন আটককৃতদের এনজিওর এখন পর্যন্ত কোন বৈধতা পাওয়া যায়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের আদালতে প্রেরন করা হবে।