খেলাধুলাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে- মাহবুবুজ্জামান আহমেদ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২, ২০২৪, ৮:৪৪ অপরাহ্ণ /
খেলাধুলাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে- মাহবুবুজ্জামান আহমেদ

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনা সম্ভব। তাই মাদক মুক্ত সমাজ বিনির্মাণে বেশি বেশি করে খেলাধুলার আয়োজন করা উচিত। খেলাধুলা মাদকমুক্ত সমাজ গঠনে বিশেষ ভুমিকা রাখতে পারে। খেলাধুলা যুবকদের মানসিক ও শারীরিক বিকাশ বলে মন্তব্য করেছেন উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলা পরিষদের দুইবারের সফল ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ  উপজেলা চেয়ারম্যান জননেতা মাহবুবুজ্জামান আহমেদ।

আজ শুক্রবার ২ রা ফেব্রুয়ারি উপজেলার তুষভান্ডার ইউনিয়নের দক্ষিণ ঘনেশ্যাম এলাকায় ঘনেশ্যাম কে ইউ আর্দশ ক্লাব আয়োজিত নক আউট নাইট ক্রিকেট টুর্নামেন্ট /২০২৪  খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহবুবুজ্জামান আহমেদ আরোও বলেন, বাংলাদেশের এতো উন্নয়ন হয়েছে, তা কিন্তু এই তরুণ প্রজন্মের জন্যই। খেলাধুলা মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম। তাই সব শ্রেণি-পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ দিতে হবে। তবেই আগামী দিনে আমরা সুস্থ ও মেধাসম্পন্ন জাতি উপহার পাবো। ক্রিকেট খেলার মাধ্যমে বাংলাদেশ আজ সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে।

ইউপি সদস্য রাকিবুল ইসলাম পলাশের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিন ঘনেশ্যাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাহান আলী প্রামানিক সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com