জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যতে জাসদের শোক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৪, ২০২০, ৭:৩৯ অপরাহ্ণ /
জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যতে জাসদের শোক

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক শোকবার্তায় জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবার-স্বজন ও দেশবাসীর প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। তারা অধ্যাপক আনিসুজ্জামানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, অধ্যাপক আনিসুজ্জামান মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত পাকিস্তানি প্রায় ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে বাঙালির ভাষা-সংস্কৃতি-ঐতিহ্য-গণতান্ত্রিক অধিকার-স্বাধিকার-স্বায়ত্বশাসন-স্বাধীনতার প্রশ্নে সকল জাতীয় সংগ্রামে সাহসী ভূমিকা পালন করেছেন। তিনি স্বাধীন বাংলাদেশেও মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল ধারায় সামাজিক রাষ্ট্রীয় বিকাশের জন্য আলোকবর্তিকা ও জাতির বিবেক হিসাবে দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক আনিসুজ্জামান জাতির উপর পরিচালিত ইতিহাসের জঘন্যতম অপরাধ যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার করে জাতির ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে শহীদ জননী জাহানারা ইমামের সাথে মিলে ঐতিহাসিক গণআদালত প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন। ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া-লোভ-মোহ-স্বার্থের হিসাব না করে সত্য কথা বলা বা সাদাকে সাদা, কালোকে কালো বলা থেকে এক মুহূর্তের জন্য বিরত ছিলেন না। জাসদ নেতৃদ্বয় বলেন, অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যতে জাতি তার একজন অভিভাবক হারালো

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com