ভ্যান চালকের চুরি যাওয়া মোবাইল উদ্ধার 


মেহেদী হাসান তানিম নাটোর প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১১, ২০২১, ২:০০ অপরাহ্ণ / ০ Views
ভ্যান চালকের চুরি যাওয়া মোবাইল উদ্ধার 
গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি.

মোস্তফা আলী(৩০)। পেশায় ভ্যানচালক। এক ছেলে এক মেয়ে আর স্ত্রী নিয়ে তার সংসার। ভ্যান চালিয়ে নিজের জীবন-জিবীকা নির্বাহ করেন। উপজেলার মশিন্দা ইউনিয়নের দড়িবামনগাড়া এলাকায় তার বাড়ি।
চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারের দায়িত্ব পাওয়া এএসআই শাকিল আহম্মেদ জানান, ভ্যান চালিয়ে সংসার চালানোর পাশাপাশি কিছু টাকা  জমিয়েছিলেন ভ্যান চালক মোস্তফা। কারন তার ছেলে মেয়ের আবদার ছিলো একটি স্মার্ট মোবাইল ফোন। জমানো টাকা দিয়ে চাঁচকৈড় বাজারের একটি দোকান থেকে একটা স্মার্ট ফোন কিনেন তিনি। মোবাইল ফোনটি পকেটে নিয়ে বাজারের মধ্যে আসলে গত ১৯ শে জানুয়ারী মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। এ ঘটনায় তিনি গুরুদাসপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তার সাধারণ ডায়েরির পর পরই গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের তত্বাবধায়নে গুরুত্বসহকারে তার মোবাইল উদ্ধারের তৎপরতা চালানো হয়। ঘটনার ১৭দিন পরে চুরি যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে  ভ্যান চালকের হাতে তুলে দেওয়া হয়েছে।
চুরি যাওয়া মোবাইল ফোন হাতে পেয়ে গুরুদাসপুর থানা পুলিশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com