জবিতে টিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু


নিরব আলী জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২১, ১০:৩৭ অপরাহ্ণ /
জবিতে টিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা প্রদান রবিবার ( ৫ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে এবং চলবে মঙ্গলবার (৭ ডিসেম্বর)  পর্যন্ত। সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে টিকাদান কার্যক্রম।
জানা যায় বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে টিকা গ্রহণ করেছেন তারাও বিশ্বলবিদ্যার থেকে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারবেন।
এর পূর্বে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্টুডেন্ট পোর্টালে লগইন করে শিক্ষার্থীরা কোন দিন টিকা নিতে চায় সেটি নির্ধারণপূর্বক অন্যান্য তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।
 বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন,  নির্দিষ্ট ৩ দিনই ক্যাম্পাসে টিকা দেওয়া হবে। ৩দিন অতিক্রম হলে ক্যাম্পাসে আর টিকা দেওয়া হবেনা। কেউ যদি টিকা না নেয় তাকে পরবর্তীতে বাইরে থেকে টিকা নিতে হবে।
উল্লেখ্য গত ২৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী টিকা কেন্দ্রে প্রথম ডোজ টিকা (সিনোফার্ম) দেওয়া হয়েছে।প্রথম ডোজ টিকা নিয়েছে ১৯৬০ জন শিক্ষার্থী।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com