জবি শিক্ষার্থীর উদ্যোগে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ


নিরব আলী জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রকাশের সময় : মার্চ ২৮, ২০২০, ১২:১৩ পূর্বাহ্ণ /
জবি শিক্ষার্থীর উদ্যোগে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ
 সারাবিশ্বের মতো বাংলাদেশেও নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এর ফলে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি পণ্যের চাহিদা এবং দাম কয়েকগুণ বেড়েছে। এমন পরিস্থিতিতে নিজেদের উদ্যোগে তৈরি হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিনামূল্যে বিতরণ করেছে সাবেক সহ- সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ইনজামামুল ইসলাম নিলয়
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বিভন্ন স্থানে গরীব ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে ৩০০ হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এসময় নিলয় বলেন, ‘করোনার সংক্রমণ থেকে রক্ষার প্রধান উপায় হচ্ছে সচেতনতা। আর সমাজের নিম্ন শ্রেণির কিংবা আর্থিকভাবে অসচ্ছল লোকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা আমাদের সবার দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে আমাদের সকলের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা উচিত। সেকারণেই আমার এই উদ্যোগ। এই উদ্যোগ অব্যাহত থাকবে।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com