গুইমারায় বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২০, ২:৫২ অপরাহ্ণ /
গুইমারায় বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা
এম দুলাল আহাম্মদ,খাগড়াছড়ি:-
“শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে  গুইমারা উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদের সভাপতিত্বে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ
২০২০ উদযাপন উপলক্ষে  আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৯ডিসেম্বর বুধবার ১১ টায় গুইমারা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাছিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা। অন্যান্যদের মধ্যে বক্তব্য
রাখেন সিন্দুকছড়ি ইউনিয়ন চেয়ারম্যান রেদাক মারমা  হাফছড়ি ইউনিয়ন চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী। তাছাড়া দুইজন জয়িতা নাউখ্রে  মারমা ও আনু মারমা তাদের অভিপ্রায় ব্যাক্ত করে বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার ম্রাসাথোয়াই মগ, গুইমারা কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দীন, দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ জায়নুল আবদীন, আমার বাড়ী আমার খামারের প্রকল্প কর্মকর্তা শান্তনু মহাজন এবং বিভিন্ন মহিলা সমিতির সভানেত্রীসহ কর্মকর্তাবৃন্দ।
সবশেষ জয়িতাদের সংবর্ধনার মাধ্যমে তাদেরর হাতে ক্রেষ্ট ও রেম্রা পাড়া মহিলা সমিতিকে    ৫০ হাজার টাকার চেক তুলেদেন  অতিথিরা। উল্লেখ্য যে বেগম রোকেয়া দিবসে গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের আনু মারমা ও হাফছড়ি ইউনিয়ের স্কুল শিক্ষিকা হাফছড়ি ইউনিয়ন চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী সহধর্মিণী নাউখ্রে মারমা জয়িতা নির্বাচিত হয়েছে।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com