জলঢাকায় করোনা ভাইরাস প্রতিরোধে যৌথ অভিযান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মার্চ ২৮, ২০২০, ১২:০৭ পূর্বাহ্ণ / ০ Views
জলঢাকায় করোনা ভাইরাস প্রতিরোধে যৌথ অভিযান
সেলিম রেজা, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা, সচেতনতা বৃদ্ধি ও মানুষের নিরাপত্তা প্রদানের লক্ষে উপজেলা প্রশাসন,  ও পুলিশের যৌথ অভিযানের পাশাপাশি সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। আজ শুক্রবার উপজেলা জুড়ে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভুমি গোলাম ফেরদৌস  ও অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ওসি তদন্ত ফজলুর রহমান ও এসআই ওসমান গনী সহ সঙ্গীয় পুলিশ ফোর্স। এছাড়াও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে উপজেলা জুড়ে। এ অভিযানের ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য,কাঁচা বাজার ও ফার্মেসি ছাড়া অন্য সকল দোকানপাট বন্ধ রেখে বাড়ীতে অবস্থান করছে ব্যবসায়ীগন। অপরদিকে যান চলাচল ও খাবার দোকান না থাকায় মানুষ শুন্য দেখা যায় উপজেলার বাজারগুলো। এসময় সহকারি কমিশনার ভুমি গোলাম ফেরদৌস বাহিরে ঘোরাফেরা না করে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে জনসাধারনকে  আহবান জানান।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com