ঝিনাইদাহে ডি এ পি সারের দাম কমায় কৃষকলীগের আনন্দ র‍্যালি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০১৯, ১১:৩২ অপরাহ্ণ /
ঝিনাইদাহে ডি এ পি সারের দাম কমায় কৃষকলীগের আনন্দ র‍্যালি
ঝিনাইদহ জেলা,সদর উপজেলা ও পৌর কৃষক লীগের উদ্যোগে ডি এ পি সারের মূল্য ২৫ টাকা থেকে ৯ টাকা কমিয়ে ১৬ টাকা নির্ধারন করায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা,কৃষি মন্ত্রী ড.আব্দুর রাজ্জাক,বাংলাদেশ কৃষক লীগের সুযোগ্য সভাপতি কৃষিবিদ সমীর চন্দ,সাধারন সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি আপাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়,এবং মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঝিনাইদহ জেলা,সদর উপজেলা ও পৌর কৃষক লীগ কতৃক স্থাপনকৃত ৫০ টি বিলবোর্ড রাতের  আধারে কে বা কাহারা খুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।উক্ত মিছিলটি চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহরের পোস্ট অফিসের মোড়ে গিয়ে শেষ হয়।মিছিল পরবর্তী সমাবেশে ঝিনাইদহ জেলা কৃষক লীগ সভাপতি সাজেদুল ইসলাম সোম’র সভাপতিত্ব করেন,এবং তিনি তার বক্তব্যে সারের দাম কমানোয় মাননীয় প্রধানমন্ত্রী,কৃষি মন্ত্রী,কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি ও সাধারন সম্পাদককে ধন্যবাদ জানান এবং কৃষক লীগের বিজয় দিবসের বিলবোর্ড রাতের আধারে খুলে ফেলানোর সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন সেই সাথে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান।
মিছিল পূর্ববর্তী মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ সমাবেশে বক্তব্য রাখেন  জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম,যুগ্ম সাধারন সম্পাদক এম এস উজ্জল,অর্থ বিষয়ক সম্পাদক এ্যাড.আব্দুল খালেক সাগর,দপ্তর সম্পাদক প্রশীত মজুমদার,সদর উপজেলা সভাপতি শফিউদ্দীন আহম্মেদ মিন্টু,পৌর আহবায়ক হাবিবুল্লাহ বাচ্চুসহ আরো অনেকেই।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com