টাঙ্গাইলের মধুপুরে আশা শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০১৯, ১:৫৪ অপরাহ্ণ /
টাঙ্গাইলের মধুপুরে আশা শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে বেসরকারী সংস্থা আশা’র উদ্যোগে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসুচির আওতায় শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) মধুপুর টেকিপাড়া ব্র্যাক লানির্ং সেন্টারে ২দিন ব্যাপি এ কর্র্র্র্র্মশালা অনুষ্ঠিত হয়। আশার উপদেষ্ট (এইচআর, ট্রেনিং এন্ড এডুকেশন) সুশীল কুমার রায় এর সভাপতিত্বে আশা টাঙ্গাইল ডিভিশনের এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. সাইদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা, বিশেষ অতিথি উপজেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম খান, সহকারী শিক্ষা অফিসার মো. মোস্তফা কামাল। এছাড়াও আশা কেন্দ্রীয় কর্মকর্তা ইভিপি (প্রাগ্রাম) মো. সুমন আহমেদ, ডিরেক্টর (প্রোগ্রাম) মুহাম্মদ আব্দুস সামাদ, জেডি (প্রোগ্রাম) মো. খাইরুল বাশার, শিক্ষা প্রকল্প কর্মকর্তা মো. সামিউল হক, আশা টাঙ্গাইল ডিভিশনের ডিভএম, এডডিভএমসহ এসই ফিল্ড অফিসার, শিক্ষা সুপারভাইজার, শিক্ষা সেবিকাসহ আশা টাঙ্গাইল জেলার বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এ কর্মশালার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিনিয়র ডিএম মো. মিজানুর রহমান। কর্মশালায় বলা হয় সামাজিক দায়বদ্ধতা কর্মসুচির অংশ হিসেবে আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসুচি ২০১১ সাল থেকে বাস্তবায়ন করে আসছে। বর্তমানে সারাদেশে আশা ৪ লক্ষ ৮০ হাজার শিক্ষার্থী ১ হাজার সুপারভাইজার, ১৫ হাজার ২শত জন শিক্ষা সেবিকা নিয়ে টাঙ্গাইলের ঘাটাইল অঞ্চলে ২৮টি ব্রাঞ্চে ৪শ ১০টি শিক্ষা কেন্দ্রের অধীনে শিশু ও ১ম এবং ২য় শ্রেণীর অধ্যয়নরত ১০ হাজার ৯৮ জন শিক্ষার্থী এ শিক্ষা সহায়তা পেয়ে আসছেন।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com