টানা বর্ষণে হবিগঞ্জের বিভিন্ন এলাকা প্লাবিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : আগস্ট ৮, ২০২৩, ২:৩২ পূর্বাহ্ণ /
টানা বর্ষণে হবিগঞ্জের বিভিন্ন এলাকা প্লাবিত

 ইফাজ খাঁ মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধিঃ-

টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে হবিগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। এ ছাড়াও কিছু কিছু এলাকায় দেখা দিয়েছে সাপের উপদ্রব। এতে করে একদিকে সাধারণ মানুষের জীবনে নাভিশ^াস উঠেছে। এ ছাড়া ঘন ঘন বিদ্যুতের লোডশেডিংয়ের কারণেও মানুষ পড়ছেন চরম ভোগান্তিতে।
গতকাল বেলা ১২ টার পর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অবিরাম বৃষ্টি হয়। যার ফলে শহরের সার্কিট হাউজ, থানার মোড়, ডিসি, এসপির বাংলো, ইনাতাবাদ, অনন্তপুর, শায়েস্তানগর, শ্যামলী, গোসাইপুরসহ বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। এর মাঝে গত কয়েকদিন ধরে ভোর পৌণে ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত শহরে লোডশেডিং করা হচ্ছে। যে কারণে ঘুমসহ ফজরের নামাজ আদায় করতেও কষ্ট হচ্ছে মানুষের।
মানুষের অভিযোগ : প্রভাবশালীরা পানি নিষ্কাষনের ড্রেন দখল করে এবং ময়লা ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণে জলাবদ্ধতা হচ্ছে। তবে ইতোমধ্যে পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম জলাবদ্ধতা নিরসনে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন এলাকার ড্রেনের ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজসহ দখলমুক্ত করার চেষ্টা করছেন। এমনকি বিভিন্ন এলাকার জলাবদ্ধতা রোধে ড্রেন নির্মাণের কাজও করাচ্ছেন বলে দেখা গেছে

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com