তারাগঞ্জে পল্লী উন্নয়ন একাডেমীর বিভিন্ন  নির্মাণাধীন ভবন পরির্দশন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২১, ১১:৫৮ অপরাহ্ণ /
তারাগঞ্জে পল্লী উন্নয়ন একাডেমীর বিভিন্ন  নির্মাণাধীন ভবন পরির্দশন
মোঃময়েন উদ্দিন তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলার পল্লী উন্নয়ন একাডেমীর বিভিন্ন নির্মাণাধীন ভবন পরির্দশন করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ মশিউর রহমান (এনডিসি)। তিনি নির্মাণাধীন ভবন পরিদর্শন শেষে কাজের মান দেখে সন্তোষ্টি প্রকাশ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ মশিউর রহমান তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশে অধিগ্রহণকৃত ৫০ একর জমির ওপর পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) নির্মাণাধীন ভবন পরির্দশনে আসেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (পরিকল্পনা ও উন্নয়ন) অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ রাশিদুল ইসলাম। পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) বগুড়ার মহাপরিচালক খলিল আহমদ, তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, তারাগঞ্জের পল্লী উন্নয়ন একাডেমীর প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল মামুন। সচিব প্রায় এক ঘণ্টা পল্লী উন্নয়নের নির্মাণাধীন ভবন পাঁয়ে হেটে পরিদর্শন করেন। এ সময় তিনি কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন। এরপর তিনি পল্লী উন্নয়ন একাডেমীর ভেতরে বৃক্ষরোপণ করেন। বালুর ওপর অসময়ে তরমুজ ও লাউচাষের খেত দেখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানকে আহবান জানিয়ে সচিব বলেন, এলাকায় কৃষকদের মধ্যে এই অসময়ের তরমুজ ও লাউ চাষ ছড়িয়ে দিতে হবে। কৃষকের অসময়ে পরিত্যক্ত জায়গায় এসব চাষ করে লাভবান হবে। আর্থিকভাবে লাভবান হবে কৃষকেরা। এভাবেই দেশকে উন্নতির চরম শিকরে পোছাতে হবে।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com