তিস্তায় আবার ও পানি বৃদ্ধি। উত্তর অঞ্চলে বন্যার আশঙ্কা।।


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২২, ১:৪৭ পূর্বাহ্ণ /
তিস্তায় আবার ও পানি বৃদ্ধি। উত্তর অঞ্চলে বন্যার আশঙ্কা।।

রবিউল ইসলাম বাবুল,লালমনিরহাট প্রতিনিধি

আবারও বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর পানি। লালমনিরহাট জেলার হাতিবান্ধায় অবস্থিত দোয়ানী তিস্তা ব্যারেজ পয়েন্ট পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ২টায় ব্যারেজ পয়েন্ট পানি বিপদসীমার উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে বলে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড কতৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।
লালমনিরহাট জেলায় দুদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে হঠাৎ তিস্তার পানি বাড়তে শুরু করেছে।গত বুধবার সন্ধ্যা ছয়টায় বিপদসীমার ৪০ সেন্টিমিটার, ১ সেপ্টেম্বর দুপুর ২ টায় বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিমধ্যে সতর্কতা অবলম্বন করতে শুরু করেছে বন্যা প্রবন এলাকার বাসিন্দারা।

এব্যপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলি মিজানুর রহমানের সাথে কথা হলে তিনি ভোরের কাগজ কে বিষয়টি নিশ্চিত করেন।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com