নাচোলে সাপ্তাহিক হাটে বেচা-কেনা বন্ধ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৫, ২০২১, ৬:৫১ পূর্বাহ্ণ /
নাচোলে সাপ্তাহিক হাটে বেচা-কেনা বন্ধ
নাচোল(চঁাপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
আজ রবিবার চলমান কঠোর লকডাউনের ৪র্থ দিনে চঁাপাইনবাবগঞ্জের নাচোলে রবিবারের সাপ্তাহিক হাটে ক্রেতা-বিক্রেতাদের কেনা-বোচ করতে দেননি উপজেলা প্রশাসন। বিভিন্ন স্থান থেকে হাটুরেরা তাদের পসরা নিয়ে সকাল থেকেই নাচোল পৌর এলাকার সাপ্তাহিক হাটে আসতে শুরু করেছিল। কিন্তু কঠোর লকডাউন ঘোষনা থাকায় সকাল ১০টায় নাচোল সাপ্তাহিক হাটের হাটুরেদেরকে হাটে বেচা-কেনা করতে দেননি উপজেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা, সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম,  উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা চৌধুরীসহ উপজেলা ও ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ। নাচোল মধ্য বাজার ভাঙার পর নাচোল গরুর হাটও  লাগাতে দেননি প্রশাসন। ফলে কোরবানী উপলক্ষে দুর-দুরান্ত থেকে গরু নিয়ে আসা লোকজন বেকায়দায় পড়েন।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com