নাটোরে বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অনশণ


মেহেদী হাসান তানিম নাটোর প্রকাশের সময় : আগস্ট ৯, ২০২১, ৯:৩০ অপরাহ্ণ /
নাটোরে বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অনশণ
নাটোরের গুরুদাসপুরে শিরিনা খাতুন নামে এক সন্তানের জননী বিয়ের দাবিতে অনশণ শুরু করেছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে। এ ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, তালবাড়িয়া গ্রামের আজাহার বিশ্বাসের ছেলে রঞ্জু তার চাচাতো ছোট ভাই আরিফুল ইসলামের বউকে এক মাস পূর্বে নিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর আত্বীয় স্বজন খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান করতে পারেনি। ৯ই আগষ্ট সোমবার দুপুরে মেয়েটি একাই রঞ্জু মহরীর বাড়িতে এসে হাজির হয়। ঘরে তালা দেওয়ার কারনে ঘরে উঠতে না পেরে বারান্দায় বসে বিয়ের দাবিতে অনশণ করেন।
তবে ভুক্তভোগি শিরিনা খাতুন জানান, এক মাস পূর্বে রঞ্জু আমাকে নিয়ে গিয়েছেন। আজকে  আমাকে বাড়িতে উঠতে বলেছে। বাড়িতে এসে দেখি ঘরে তালা দেওয়া তাই বাহিরে অবস্থান করছি। রঞ্জুর সাথে বার বার যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু তার ফোন বন্ধ থাকায় কথা বলতে পারছি না। আমাকে আগের স্বামীকে ডিভোর্স দেওয়ানো হইছে। আমাকে এখন মেনে নিতে হবে।
মুঠোফোন রঞ্জু মহুরী বলেন, মেয়েটির সাথে তার বিয়ে হয়নি। এখন মিথ্যা অভিযোগ দিয়ে বিয়ের দাবি করছে। তার সাথে আমার কোন সম্পর্ক নেই।
১২ বছর পূর্বে পাশ্ববর্তী সিংড়া উপজেলার চকলাড়ুয়া গ্রামের রশিদের মেয়ের সাথে গুরুদাসপুর উপজেলার ফরমান বিশ্বাসের ছেলে আরিফুল ইসলামের সাথে বিয়ে হয়। তাদের সংসারে ৪ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। এক বছর ধরে শিরিনার সাথে রঞ্জু মহরির প্রেমের সম্পর্ক চলে আসছিল। ৪ লক্ষ টাকা কাবিনে বিয়ের কথা মেয়েটি বললেও বিয়ের কোন কাগজ দেখাতে পারেনি সে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক বলেন, এবিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com