নীলফামারীতে সেনাবাহিনীর খাদ্যসহায়তায় ৭০পরিবারের মুখে হাসি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৯, ২০২১, ১২:৫৮ পূর্বাহ্ণ /
নীলফামারীতে সেনাবাহিনীর খাদ্যসহায়তায় ৭০পরিবারের মুখে হাসি

সোহেল রানা , নীলফামারী ॥

করোনা ভাইরাসের বিস্তার রোধে চলা কঠোর বিধিনিষেধে চরম বিপাকে পরা দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ধারাবাহিকতায় নীলফামারীতে ৭০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করেছে সেনাবাহিনীর ৬৬ আর্টিলারি ব্রিগেডের অধিনস্থ ইউনিট ১৯মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি।

বৃহস্পতিবার  (০৮জুলাই) দুপুরে সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের কিশামত ভূটিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে করোনাকালে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসহায়তা তুলে দেন ১৯মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন তানজিম আহমেদ শাকিল। খাদ্যসহায়তা প্রদানকালে তিনি বলেন, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জনগণকে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকতে সচেতন করছে। পাশাপাশি করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই মানবিক সহায়তা চলমান থাকবে। সামাজিক দূরত্ব মেনে সুবিধাভোগীদের হাতে হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। প্রতি প্যাকেটে ৫ কেজি চালসহ মসুর ডাল, আটা, তেল, লবণ ও একটি করে জীবাণুনাশক সাবান রয়েছে। বিতরণ কার্যক্রমে স্থানীয় জন প্রতিনিধিসহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com