পাটগ্রামে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত


আবু রাসেল পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৬, ২০২২, ৭:৪৫ অপরাহ্ণ /
পাটগ্রামে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

 আবু রাসেল,লালমনিরহাট (পাটগ্রাম):

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১১টায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় উপজেলা চত্বরে এ প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠান হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান মোঃ রুহুল আমীন বাবুল। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা নিবার্হী অফিসার মোঃ সাইফুর রহমান। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে দিন ব্যাপি এ প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ এর সার্বিক বিষয় তুলে ধরেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত)ডা.শ্যামল চন্দ্র রায়। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন লিপু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লতিফা আক্তার,পাটগ্রামে আওয়ামী প্রচার সম্পাদক আবু তালেব সহ অন্যান্য বেক্তিগণ। প্রদর্শনী ২০২২-এ প্রদর্শিত হয়, অধিক দুধ প্রদানকারী হলস্টেইন ফ্রিজিয়ান গাভী ও জার্সি গাভী, উন্নত ও দেশি জাতের ছাগল ও ভেড়া, হাস, মুরগী, সোনালী মুরগী, জার্মান সেপার্ড ডগ, কার্পেট ডগ, গৃহপালিত গয়াল, তিতির, কোয়েল ও উন্নত জাতের কবুতর, দধি, দুধ, ঘি-মাখন, পনির মিষ্টি, দুধ ও মাংস উৎপাদনের বিভিন্ন ধরনের প্রানী খাবার ও উন্নত প্রাণিসম্পদ প্রযুক্তি।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com