পাথরঘাটায় অবৈধ হাঙ্গর ও হরিণের মাংস উদ্ধার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৬, ২০২৪, ৪:১৪ অপরাহ্ণ /
পাথরঘাটায় অবৈধ হাঙ্গর ও হরিণের মাংস উদ্ধার

সাদিকুল ইসলাম রাহাত ( পাথরঘাটা বরগুনা প্রতিনিধি) :- বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে ২৮০ কেজি অবৈধ হাঙ্গর মাছ ও ৬০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে।

রবিবার (৫ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে পাথরঘাটা বিএফডিসি ঘাট সংলগ্ন এলাকায় এফবি মঞ্জু নামক একটি মাছ ধরার ট্রলার তল্লাশী করে ২৮০ কেজি অবৈধ হাঙ্গর মাছ উদ্ধার করে।

পরবর্তী সময়ে চরদুয়ানী ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের ছয়রাবাদ খেয়াঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে টুলু কাজির বাড়ীর পুকুর পাড়ের দক্ষিণ পশ্চিম কোণের জঙ্গলে বরফ জাত করে পুঁতে রাখা পরিত্যক্ত অবস্থায় ০১ টি কর্কশীট থেকে ৬০ কেজি হরিণের মাংস এবং ০৮ টি হরিণের পা উদ্ধার করে।

পাথরঘাটা কন্টিনজেন্ট কমান্ডার এম ফিরোজ্জামান বলেন,বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে হরিণের মাংস ও হাঙ্গর মাছ উদ্ধার করেছি। কোস্টগার্ডে উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পাচারকারীরা পালিয়ে যায় তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত মাছ ও মাংস বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com