পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১, ২০২৪, ১১:৩২ অপরাহ্ণ /
পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল 
সাদিকুল ইসলাম রাহাত (  পাথরঘাটা বরগুনা প্রতিনিধি) :- বরগুনা পাথরঘাটার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার (২ মে) বিকাল ৪টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
জানা যায়, আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের মনোনয়ন পত্র দখিলের শেষ সময় ২ মে বিকাল ৪টা পর্যন্ত পাথরঘাটা উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা কবির, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃরফিকুল ইসলাম,জেলা পরিষদ সদস্য মোঃ এনামুল হোসাইন,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃহাফিজুর রহমান,সাবেক কালমেঘা ইউনিয়ন চেয়ারম্যান নূর আফরোজা,সাবেক কালমেঘা ইউনিয়ন চেয়ারম্যান আকন মোহাম্মদ সহিদ ও হেমায়েত হোসেন মনোনয়নপত্র দাখিল করেন । ভাইস চেয়ারম্যান পদে জাহিদ হাসান, মোঃ জামাল আহম্মেদ,মোঃ রেজাউল করিম রাজা, মোঃ শওকত হাসান রমিম ও সৈয়দ মোঃনাজেস আফরোজ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, নাজমুন নাহার, নীলু রানী ও ফারজানা মনোনয়নপত্র দাখিল  করেন।
অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার জানান, পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে  নির্দিষ্ট সময়ে মধ্যে মোট ১৬ জন প্রার্থী  মনোনয়নপত্র দাখিল করেছে।
তিনি আরো বলেন,  মনোনয়নপত্র বাছায়ের তারিখ ৫ মে, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে অপিলের তারিখ ৬ থেকে ৮ মে এবং আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে, প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ২৯ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের সময়সীমা সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com