পীরগঞ্জে ভূমি অফিস চত্বরে পাঠশালা স্থাপিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৯, ২০২১, ৫:৪১ অপরাহ্ণ / ০ Views
পীরগঞ্জে ভূমি অফিস চত্বরে পাঠশালা স্থাপিত
মোঃ পারভেজ হাসান , ঠাকুরগাঁও প্রতিনিধি৷
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলামের নিজ উদ্যোগে  অফিস চত্বরে  ভূমি পাঠশালা কেন্দ্র স্থাপন করা হয়েছে।
 উক্ত ভূমি পাঠশালায়  প্রতি সপ্তাহের মঙ্গলবারে একদিন করে তথা মাসে চার দিন স্থানীয় জনগন কে নিয়ে ভূমি সংক্রান্ত বিভিন্ন  প্রশ্নের আইনগত পরামর্শ প্রদান করা হবে। পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মোঃ তরিকুল ইসলাম মাসে  দুটি সার্ভেয়ার/ কানুনগো মাসে একটি এবং মিউটেশন সহকারী মিউটেশন সংক্রান্ত নিয়ম কানুন ও যাবতীয় পরামর্শ প্রদানের জন্য মাসে একটি ক্লাস নেন। উক্ত পাঠশালায়  ডিজিটাল ভূমি সেবায় সরকারের গৃহীত কার্যক্রমের প্রচার প্রচারণা ও জনগণের করণীয় বিষয়ে পরামর্শ প্রদান করে আসছেন।
এ ব্যাপারে পীরগঞ্জে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম বলেন, পীরগঞ্জের মানুষ খুব সহজ-সরল তারা যেন কোনভাবেই জমি সংক্রান্ত বিষয় ভোগান্তিতে না পরে সেজন্যই আমি আমার নিজ উদ্যোগে এই পাঠশালা প্রতিষ্ঠিত করি। পাঠশালার কার্যক্রম  চলমান খাকবে।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com