প্রচন্ড দাবাদাহে নড়াইলে কয়েকজন স্কুল শিক্ষার্থী অসুস্থ 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৪, ৯:৫৯ পূর্বাহ্ণ /
প্রচন্ড দাবাদাহে নড়াইলে কয়েকজন স্কুল শিক্ষার্থী অসুস্থ 
নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রচণ্ড দাবদাহে
ইতনা স্কুল অ্যান্ড কলেজের অন্তত ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে ৬ শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলেন। সোমবার (২৯ এপ্রিল) লোহাগড়া উপজেলার ইতনা স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় শিক্ষার্থীদের নাম ঠিকানা জানা যায়নি। ইতনা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রতিষ্ঠানে প্রতিদিনের মতো ক্লাস চলছিল। বেলা সাড়ে ১২টার দিকে ক্লাস চলাকালীন প্রচণ্ড গরমে হটাৎ করে ১১/১২ জন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে ৬ শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। এরপর অন্য শিক্ষকদের সহায়তায় ও স্থানীয় পল্লী চিকিৎসক ডেকে তাদের চিকিৎসা দিয়ে বাড়িতে দিয়ে আসা হয়েছে। পরে নড়াইল জেলা শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলে ছুটি দিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে নড়াইল জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি তিনি অবগত আছেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিষয়টি জানানোর পর ছুটি দেওয়ার নির্দেশ দিয়েছি।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com