ভৈরবে ৬ চেয়ারম্যান প্রার্থীসহ ১৬ জনের মনোনয়ন জমা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১০, ২০২৪, ৩:৫৭ পূর্বাহ্ণ /
ভৈরবে ৬ চেয়ারম্যান প্রার্থীসহ ১৬ জনের মনোনয়ন জমা

মোঃ নাঈম মিয়া,(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ আসন্ন ৬ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ  ধাপে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন১৬ জন প্রার্থী। চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক  আবুল মনসুর,বর্তমান  উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, উপজেলা পরিষদের  সাবেক দুইবারের চেয়ারম্যান ড. মোস্তাক আহমেদ বুলবুল, উপজেলা যুবলীগ আহবায়ক অলিউল ইসলাম অলি, বর্তমান উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আল মামুন,কেন্দ্রীয়স্বেচ্ছাসেবকলীগ নেতা আক্তারুজ্জামান খোকা।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, উপজেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মোশারফ হোসেন, উপজেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক অরুন আল-আজাদ, যুবলীগ নেতা মো: মোক্তার মিয়া,স্বেচ্ছাসেবকলীগ নেত আনোয়ার পারভেজ,মো: মাহাবুর রহমান, আতাউর রহমান, নুরুল ইসলাম।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, বর্তমান ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, সাবিহা মাহবুব প্রভা, সানজিদা ইয়াসমিন।

তাফসিল অনুযায়ী চতুর্থ ধাপের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মে, বাছাই ১২ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে, আপিল নিষ্পত্তি ১৬ থেকে ১৮ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ মে, প্রতীক বরাদ্দ ২০ মে। আর ভোটগ্রহণ হবে ৫ জুন।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com