রংপুরে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২২, ৮:০১ অপরাহ্ণ /
রংপুরে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মোঃআবু তালেব,রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুর সদরের সদ্যপুস্করিনী ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার অনিয়ম ও দুর্নীতির সংবাদ গণমাধ্যমে প্রকাশ করায় তার শ্বশুর কর্তৃক ৩(তিন) সাংবাদিকের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ২৪ জুলাই রোববার সকাল সাড়ে ১১টায় রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রিপোর্টার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক ও ৭১ টেলিভিশনের সাংবাদিক শাহ্ বায়েজিদ আহমেদ এর সভাপতিত্বে এবং সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মিলন আল-মামুনের পরিচালনায় মানববন্ধন ও সাংবাদিক সমাবেশে বক্তব্য রাখেন রংপুরের সিনিয়র সাংবাদিক ও ২১শে টেলিভিশনের রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদল, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শ্রী বাবলু নাগ, মানব কন্ঠের রংপুর প্রতিনিধি মহিউদ্দিন মখদুমী, দেশ রুপান্তরের সাংবাদিক মামুন রশীদ, রংপুর প্রেসক্লাবের সদস্য মোশাররফ হোসেন রাজু, রফিকুর রহমান, ফরহাদুজ্জামান ফারুক, সাংবাদিক আদর রহমান, রংপুর সিটি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বাবলু, দপ্তর সম্পাদক রেজাউল করিম জীবন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের সহ সভাপতি আসাদুজ্জামান আফজাল, রংপুর জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ও মফস্বল সাংবাদিক ফোরাম নেতা জাকির হোসাইন, তৃণমূল সাংবাদিক সোসাইটির সাধারণ সম্পাদক শাহ্ আলম, আর.ইউ.বি নিউজ টিভির চেয়ারম্যান মাহবুবুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান রিপুল, সাংবাদিক রবিন হোসেন রাসেল, সুমন মিয়া, সদর উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি ও এশিয়ান টেলিভিশনের সাংবাদিক মাজহারুল মাবুদ জুয়েল, সহ সভাপতি জাহাঙ্গীর আলম খোকন, কোষাধক্ষ্য মানিক মিয়া, হামিদুর রহমান লিমন, ফটো সাংবাদিক বদিউজ্জামান , আলাউদ্দিন, ছাদেকুল ইসলাম রাজু, সাংবাদিক রকি আহম্মেদ, সেলিম মিয়া, আরইউবি নিউজ টিভির বিশেষ প্রতিনিধি আশিকুর রহমান, সাংবাদিক জালাল উদ্দিন। এসময় স্থানীয় বিভিন্ন পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা অবিলম্বে রংপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক মানবকন্ঠ ও দৈনিক যুগের আলো পত্রিকার সাংবাদিক মহিউদ্দিন মখদুমী ও সদর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, দৈনিক পরিবেশের বার্তা সম্পাদক ও দৈনিক দেশ রুপান্তর পত্রিকার সাংবাদিক মামুনুর রশীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com