লকডাউনের বিধিনিষেধ নিশ্চিত করতে পাটগ্রাম উপজেলা প্রশাসনের অভিযান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২, ২০২১, ৪:৪৭ অপরাহ্ণ / ০ Views
লকডাউনের বিধিনিষেধ নিশ্চিত করতে পাটগ্রাম উপজেলা প্রশাসনের অভিযান

৥ মোঃ তৌহিদ আলম, পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি

সরকার ঘোষিত লকডাউনের ২য় দিন।সারাদেশে মত পাটগ্রাম উপজেলায় মাঠে নামেছে উপজেলা প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট , পুলিশ ও আনসার।সাতদিনের সরকারি কঠোর ‘লকডাউন’ এর ২য় দিনে উপজেলার সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে আজ পাটগ্রাম উপজেলার বুড়িমারী, বাউড়া এবং পাটগ্রাম পৌরসভার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় সরকারি নির্দেশনা অমান্যকারীদের ১৫টি মামলায় ভিন্ন আঙ্গিকে ২৪২০০ টাকা জরিমানা করা হয়। টহল অভিযানে নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান , সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাে . রুবেল রানা পাটগ্রাম থানার ওসি মোঃ ওমর ফারুক এবং থানার পুলিশ সদস্যরা । কঠোর লকডাউন শুরুর প্রথম দিনে, ভোর থেকেই উপজেলার বিভিন্ন সড়কে তৎপর রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।বিভিন্ন প্রয়োজনে বের হওয়া মানুষের কাছে চলাচলের কারণ জানতে চাওয়া হচ্ছে। সড়কে চলাচল করছে জরুরি সেবা ও পণ্যবাহী যান বাহন। গণপরিবহন, সিএনজি ও ব্যক্তিগত গাড়ির চলাচল কম থাকায় উপজেলার বেশিরভাগ সড়ক ফাঁকা রয়েছে। বাইরে বের হওয়া লোকজন চলাচল করছেন রিকশায়। মুদির দোকান ,ফার্মেসী ও কয়েকটি খাবারের দোকান খোলা থাকলেও হোটেল রেস্টুরেন্ট গুলো বন্ধ ছিল। মানুষের চলাচলও অন্যান্য সময়ের চেয়ে অনেকটা কম লক্ষ্য করা যায়।৭ দিনের কঠোর লকডাউন শেষ হবে ৭ জুলাই মধ্যরাতে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান জানান, আসুন আমরা বৈশ্বিক এই করোনা ভাইরাসের সংক্রমণ হতে দেশ ও নিজেকে রক্ষা করতে আরো বেশি সচেতন হই। স্বাস্থ্যবিধি মেনে চলি। সরকারি নির্দেশনা বাস্তবায়নে ও লোকজনকে শতর্ক করতে প্রশাসন কাজ করছে। আমাদের সাথে মাঠে আছে পাটগ্রাম থানা পুলিশ সদস্যরা আনসার বাহিনীর সদস্যরা।’উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রুবেল রানা বলেন, করোনা থেকে বাঁচতে মানতে হবে সরকারের নির্দেশনা। প্রশাসন সার্বক্ষণিক মাঠে নজরদারী রয়েছে। একই সাথে জনসাধারণকে সরকার নির্দেশিত লকডাউন ও স্বাস্থ্য বিধি মেনে চলতে অনুরোধ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাটগ্রাম থানার ওসি মোঃ ওমর ফারুক জানান, স্বাস্থ্যবিধি মেনে নিজের সুরক্ষা নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান। ভোর থেকেই উপজেলার বিভিন্ন সড়কে তৎপর রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী,

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com