অনলাইন ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২০, ৬:২৩ অপরাহ্ণ /
জাহিদুল হক বাবু ঝিনাইদহঃ   
এইড ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত “Promoting Rights and Inclusion of the Disabled People for their Empowerment”(PRIDE) প্রকল্পের আওতায় ৫ অক্টোবর( সোমবার)  সকাল ১০ টার সময় ঝিনাইহ উপজেলা অডিটরিয়াম কক্ষে ৪০ জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে টিউশন ফি প্রদান করা হয়। উক্ত প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ বদরুদ্দোজা শুভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সমাজ সেবা অফিসার, ঝিনাইদহ সদর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিবন্ধী শিশু পুনর্বাসন কর্মসূচির সহকারি পরিচালক জনাব সুরাইয়া পারভীন। এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের সিবিআর ওয়ার্কার তাপস কুমার দেবতাথ, মধু মন্ডল বাকচী, নুরুল ইসলাম সহ উক্ত প্রকল্পের সকল কর্মীবৃন্দ।অনুষ্ঠানের বক্তব্যকে ইশারা ভাষায় উপস্থাপন করেন প্রকল্পের ইসিডি শিক্ষক জনাব মাকছুদা আক্তার স্বর্ণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিউনিটি মোবিলাইজার জনাব এনামুল কবির ।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com