আবারও করোনা আতংক, সব ধরনের জনসমাগম নিষিদ্ধ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২১, ৭:৪৮ অপরাহ্ণ /
আবারও করোনা আতংক, সব ধরনের জনসমাগম নিষিদ্ধ

দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় সব ধরনের জনসমাগম (সামাজিক/ রাজনৈতিক/ধর্মীয়/অন্যান্য) সীমিত করতে হবে। উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হলো। বিয়ে/ জন্মদিনসহ যেকোনো সামাজিক অনুষ্ঠান উপলক্ষে জনসমাগম নিরুৎসাহিত করতে হবে।

সোমবার (২৯ মার্চ) করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ১৮ দফা নির্দেশনা জারি করেছে সরকার। সেখানে জনসমাগম বিষয়ে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। সবাইকে এসব নিয়ম মেনে চলতে হবে বলে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৮ দফার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কার্যালয়ের মুখ্য সচিব আহমেদ কায়কাউস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটা মানতে হবে। আগামী অন্তত দুই সপ্তাহ এই নির্দেশনা মানতে হবে।

সব নির্দেশনা মঙ্গলবার (২৯ মার্চ) থেকে কার্যকর হবে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তবে অফিস-আদালতের ক্ষেত্রে তা বুধবার থেকে কার্যকর হবে।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com