আলুর দাম স্থিতিশীল রাখতে আমদানির সিদ্ধান্ত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৩, ৬:৩২ অপরাহ্ণ /
আলুর দাম স্থিতিশীল রাখতে আমদানির সিদ্ধান্ত

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে আলুর আলুর বাজারে আগুন। প্রতিনিয়ত অস্বাভাবিকভাবে আলুর দাম বেড়েই চলেছে। সরকার নির্ধারিত দাম বেঁধে দেয়া হলেও কেউ তা মানছে না। আলুর সরবরাহ বৃদ্ধি ও বাজারদর স্থিতিশীল রাখতে আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (৩০ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় বাজারে আলু সরবরাহ বৃদ্ধি ও বাজারদর স্থিতিশীল রাখতে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগ্রহী আমদানিকারকদের বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করার অনুরোধ জানানো হলো।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিদেশ থেকে আলু আমদানির সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে আলু আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা।
সম্প্রতি আলুর বাজার পরিস্থিতি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে এক প্রতিবেদন পাঠিয়েছে ভোক্তা অধিদপ্তর। সেখানে আমদানির এই সুপারিশ করা হয়।
এ বিষয়ে শ্যামবাজারের ইয়াসীন বাণিজ্যালয়ের পাইকারি আলু ব্যবসায়ী সুজন সাহা বলেন, আমরা সরকার নির্ধারিত দামে বিক্রি করবো। কিন্তু সরকারকে সরবরাহ বাড়াতে হবে। সরবরাহ থাকলে দাম অটোমেটিক কমে যাবে। আমদানির সিদ্ধান্ত নিয়ে ভালো হয়েছে, আমাদের তো কোনো সমস্যা নেই। দাম বাড়লেও আমাদের কমিশন ৩০ পয়সা আর কমলেও একই। আমদানির পর তাও যদি দাম কিছুটা নিয়ন্ত্রণে আসে।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com