শিক্ষকদের নতুন বেতন স্কেল ১৩ তম গ্রেড অনুসারে নির্ধারণ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৪, ২০২১, ১০:৪২ পূর্বাহ্ণ /
শিক্ষকদের নতুন বেতন স্কেল ১৩ তম গ্রেড অনুসারে নির্ধারণ

সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নতুন বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে। ১৩তম গ্রেড অনুসারে বেতন পাবেন শিক্ষকরা। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার বিষয়টিও শিথিল করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (৩ ফ্রেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আদেশ জারি করে।

আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০১৯ জারির আগে নিয়োগ পাওয়া শিক্ষকদের মধ্যে যারা এখনো কর্মরত আছেন, তাদের শিক্ষাগত যোগ্যতা শিথিলপূর্বক বেতন গ্রেড নির্ধারণে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো। এখন থেকে সব শিক্ষক ১৩তম গ্রেডে (১১০০০-২৬৫৯০ টাকা) বেতন পাবেন।

নিয়োগবিধি অনুযায়ী যারা সহকারী শিক্ষক হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেয়েছেন, তাদেরও শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে বেতন গ্রেড-১৩-এর সুবিধা দেওয়ার সিদ্ধান্তের আদেশ জারি হয়েছে।

এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১৩তম এবং প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকদের বেতন গ্রেড ১১তম করার সিদ্ধান্তও নেওয়া হয়

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com