২১শে জুন ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন – নির্বাচন কমিশন সচিব


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২, ২০২১, ৪:০১ অপরাহ্ণ /
২১শে জুন ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন – নির্বাচন কমিশন সচিব

স্থগিত থাকা প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদ, ১১টি পৌরসভায়  নির্বাচন ও লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ করা আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে। 

বুধবার (২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোটের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।তিনি জানান, নির্বাচন অনুষ্ঠানে আজই বিজ্ঞপ্তি জারি করা হবে। বিজ্ঞপ্তি জারির পর থেকেই প্রার্থীরা নির্বাচনি প্রচারণা শুরু করতে পারবেন।

 

উল্লেখ্য যে, গত ১১ এপ্রিল এসব নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারিত ছিল। করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে গত ১ এপ্রিল থেকে সব ধরনের নির্বাচন স্থগিত করেন কমিশন।

গত ৩ মার্চ দেশের ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। একইসঙ্গে ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হয়ে সংসদ সদস্য পদ হারানো শহীদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com