রানীশংকৈলে সেচ্ছাসেবী সংগঠনের জীবাণু নাশক স্প্রে


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২০, ১১:৩২ অপরাহ্ণ /
রানীশংকৈলে সেচ্ছাসেবী সংগঠনের জীবাণু নাশক স্প্রে

রানীশংকৈল (ঠাকুরগাঁঁও)প্রতিনিধিঃ করোনা সংকট মোকাবেলায় ” সবার উপরে দেশ, দেশের উন্নয়ন, করি মূল্যায়ন “এমন একটি প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলাতে সড়ক ও যানবাহনে জীবানুনাশক স্পে করেছে সেচ্ছাসেবী সংগঠন।

মার্চ (শুক্রবার) দুপুরে  চাঁদনী মহাসড়কে বিভিন্ন যানবাহনে  জীবাণু নাশক স্প্রে করতে দেখা গেছে।

জানা যায়, বাংলাদেশ সোসাইটি অফ ক্নিনার্স এর উদ্যোগে  আহসান হাবিব এর নেতৃত্বে ক’জন তরুণ এ কাজটি করে যাচ্ছেন। পৌরশহরের তরুণরা হলেন,-সানোয়ার, সোহেল ও হযরত। তারা জীবাণুনাশক পাউডারের সাথে পানি মিশিয়ে  বিভিন্ন দোকানপাট, রিক্সা-ভ্যান, হালকা যান,মোটরগাড়ি, বাইসাইকেল, ক্লিনিক ও দূরপাল্লার বাসে ব্লিচিং পাউডারের মাধ্যমে স্প্রে করে সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন। এ নিয়ে বিভিন্ন সচেতন মহলে এই স্বেচ্ছাসেবী সংগঠনটির ভালো কাজের জন্য আলোচনার ঝড় উঠেছে উপজেলা জুঁড়ে। হসান হাবিব বলেন,করোনা মুক্ত না হওয়া পর্যন্ত আমরা জনস্বার্থে কাজ করে যাবো।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com