নাটোরের সিংড়ায় সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম আগের চেয়ে বেগবাণ।
dailymukti24
প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২৫, ৪:৫০ অপরাহ্ন /
০
নাহিদ হাসান শামীম জেলা প্রতিনিধি (নাটোর)
রাজশাহী বিৃভাগের গুরুত্বপূর্ণ জেলা নাটোর। নাটোরের সিংড়া উপজেলার, সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম আগের চেয়ে বেগবাণ হয়েছে। নাটোর জেলাৃর প্রত্যেকটা উপজেলার চেয়ে সমাজসেবা কার্যক্রমে এগিয়ে আছেন, সিংড়া উপজেলার সমাজসেবা অধিদপ্তর। সিংড়া উপজেলায় সমাজসেবা অফিসার সরকারের নির্দেশনা মেনে সমাজসেবার প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করছেন। এবং সমাজসেবার প্রত্যেকটা উপকার ভোগী প্রকল্পতে স্বচ্ছ ও দক্ষতার সহিত কর্মযোগ্য পালন করছেন বলে জানা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা ও জানা যায়, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সমাজ কল্যান মন্ত্রনালয়ের আওতাভুক্ত। সিংড়া উপজেলার ৬ টি ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত এতিমখানা গুলো চলছে স্বচ্ছ ভাবেই। (১) বাখুন্দা হাফেজিয়া মাদ্রাসা ও ইসলামিয়া এতিমখানা (২) পিপুলশন আশরাফিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা (৩) হাতিয়ান্দহ দারুল কুরআন নেছারীয়া ক্বওমী মাদ্রাসা, লিল্লাহ্ বোডিং ও হাতিয়ান্দহ এতিমখানা (৪) চলনবিল শিশু সদন (৫) শেরকোল দারুল উলুম হাফিজিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানা (৬) কাদিরগাছা এতিমখানা গুলোর সভাপতি, সাধারণ সম্পাদক, ও মুহতামিমদের সাথে কথা বলে জানা যায়, প্রত্যেকটি গ্র্যান্টপ্রাপ্ত এতিমখানায় সকল ছাত্রদের ফান্ড তাঁরা সমাজসেবা অফিসারের মাধ্যমে প্রতি বছরে ২ কিস্তিতে ক্যাপিটেশন গ্র্যান্ট গ্রহণ করে থাকেন, এবং প্রতিটি এতিমদেরকে খাওয়া দাওয়া, বাসস্থান, চিকিৎসা, পোশাক, শিক্ষা, বিনোদন সহ সকল প্রকার দায়িত্ব পালন করে থাকেন প্রতিটি এতিমখানার কমিটিবৃন্দ। এছাড়াও হাতিয়ান্দহ এতিমখানা, শেরকোল এতিমখানা ও পিপুলসন এতিমখানা গুলোর শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়। ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত আওতাধীন ছাড়াও অনেক শিক্ষার্থীদের তিন বেলা খাওয়া দাওয়া, চিকিৎসা, ও বাৎসরিক পোশাক সহ সকল সহযোগিতা করে থাকেন মাদ্রাসার কমিটিবৃন্দরা।
এ বিষয়ে সিংড়া উপজেলা সমাজসেবা অফিসার আবু দাউদ বলেন, প্রতিটি গ্র্যান্টপ্রাপ্ত এতিমখানায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দিক নির্দেশনা মেনে সেবা দেওয়া হচ্ছে। যে প্রতিষ্ঠান গুলোর নিয়ম কানুন ঠিক থাকবে সকল প্রতিষ্ঠান গুলোর ক্যাপিটেশন গ্র্যান্ট চলমান থাকবে এবং নিয়ম কানুন বিহীন প্রতিষ্ঠান গুলোর ক্যাপিটেশন গ্র্যান্ট বন্ধ করে দেওয়া হবে।
আপনার মতামত লিখুন :