ঢাকা পলিটেক শিক্ষার্থী নির্যাতনে শাস্তিমূলক ব্যবস্থা


dailymukti24 প্রকাশের সময় : মে ২৯, ২০২৫, ৩:৫৩ অপরাহ্ন /
ঢাকা পলিটেক শিক্ষার্থী নির্যাতনে শাস্তিমূলক ব্যবস্থা

মোঃ ফোরকান ভূইয়া, ডিপিআই গত ১৮ মে রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী রাকিবুল ইসলামকে ২৩-২৪ সেশনের ৮-১০ জন শিক্ষার্থী তার রুম থেকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে একটি নির্জন কক্ষে শারীরিকভাবে নির্যাতন করে। পরে তাকে উলঙ্গ করে ছবি ও ভিডিও ধারণ করে এবং তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এই ঘটনায় শিক্ষাঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

তদন্ত শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) অভিযুক্ত ৮ শিক্ষার্থীকে শাস্তিমূলকভাবে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে স্থানান্তর (পানিশমেন্ট ট্রান্সফার) করার মাধ্যমে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। ভুক্তভোগী রাকিবুলকেও নিরাপত্তার স্বার্থে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে শিক্ষার্থীরা বলেন,
 “আমরা সাধুবাদ জানাই BTEB-কে সাহসিকতা ও সঠিক সিদ্ধান্তের জন্য। শিক্ষাঙ্গনে সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানই হোক আমাদের প্রতিশ্রুতি।”

এই সিদ্ধান্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে র‍্যাগিং ও সহিংসতার বিরুদ্ধে এক শক্ত বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।