পরকীয়ার সন্দেহে শ্যালিকার হাতে দুলাভাই খুন


dailymukti24 প্রকাশের সময় : জুন ৫, ২০২৫, ৯:১৩ পূর্বাহ্ন /
পরকীয়ার সন্দেহে শ্যালিকার হাতে দুলাভাই খুন

তৌফিক জামান, কালীগঞ্জ, লালমনিরহাট

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে শ্যালিকার হাতে দুলাভাই খুন হয়েছেন। নিহত ব্যক্তি হলেন দুলু মিয়া (৩৫), যিনি উপজেলার ভোটমারী হাজরানীয়া সদর পাড়া এলাকার শওকত আলীর পুত্র। অভিযুক্ত শ্যালিকা চাঁদনী, একজন এসএসসি পরীক্ষার্থী এবং একই এলাকার মোকছেদুর রহমানের কন্যা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৪ জুন) সন্ধ্যায় বাড়ি ফেরার পর দুলু মিয়া দেখতে পান তার স্ত্রী মনি বেগম মোবাইলে কারও সঙ্গে কথা বলছেন। বিষয়টি নিয়ে সন্দেহ হলে তিনি স্ত্রীর ফোনে রাখা নাম্বার মুছে ফেলার বিষয়টি লক্ষ্য করেন। এর ফলে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এ সময় তাদের বাড়িতে উপস্থিত ছিলেন শ্যালিকা চাঁদনী।

এক পর্যায়ে উত্তেজিত হয়ে চাঁদনী হাতে থাকা কাপড় কাটার কাঁচি দিয়ে দুলাভাইয়ের গলায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় দুলু মিয়াকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ঘটনার পর পরই অভিযুক্ত চাঁদনী পালিয়ে যান। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন,  “ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”