কালীগঞ্জে শ্বশুর বাড়িতে নির্যাতনের শিকার জামাই


dailymukti24 প্রকাশের সময় : জুন ১২, ২০২৫, ১:১৬ অপরাহ্ন /
কালীগঞ্জে শ্বশুর বাড়িতে নির্যাতনের  শিকার জামাই

নিজস্ব প্রতিনিধি,  কালিগঞ্জ লালমনিরহাট –
লালমনিরহাটের কালীগঞ্জ  উপজেলার মদাতী ইউনিয়নের খালিশা মদাতি ( বাবুরহাট) এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে জামাতা মারুফ হোসেন  শ্বশুর বাড়িতে নির্মম নির্যাতনের  হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী মারুল হোসেন (৩২) অভিযোগ তুলেছেন শ্বশুর এজাজুল হক সহ তার শাশুড়ি ও শ্যালকদের বিরুদ্ধে। এ ঘটনায় জামাতা মারুফ হোসেনের মা বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, তুষভান্ডার ইউনিয়নের কাশীরাম এলাকার বাসিন্দা দুলাল মিয়ার ছেলে মারুফ হোসেন এর সহিত এজাজুল হকের মেয়ে আমেনা বেগমের সহিত পারিবারিক ভাবে বিয়ে সম্পুর্ন হয়। কিন্তু বিয়ের কিছুদিন পর হতে স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক বিরত লেগেই থাকতো। এ সকল বিরোধকে কেন্দ্র করে আদালতে দুটি মামলা দায়ের হলেও পরবর্তী সময় মামলা দুটি নিষ্পত্তি হয়। এবং উভয়েই পুনরায় ঘর সংসার করতে থাকেন।

 স্ত্রী আমেনা বেগম বাবার বাড়িতে দাওয়াত খেতে গেলে তারই স্বামী মারুফ হোসেন পরবর্তীকালে নিজের স্ত্রীকে বাড়িতে আনার জন্য গেলে তার শ্বশুর ও শ্যালকরা মারুফ হোসেনকে নানা আজেবাজে প্রশ্ন শুরু করেন। এরই একপর্যায়ে শশুর এজাজুল ও তার শ্যালকগন দিনভর মারুফ হোসেন কে ডাংমার সহ  নির্যাতন করেন বলে জানা যায়।

মারুফ হোসেনের মা  খালেদা বেগমের অভিযোগ পেয়ে গতকাল রাত ১২ টায় কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম মারুফ হোসেনকে তার শ্বশুরবাড়ি হতে উদ্ধার করে তার মায়ের জিম্মায় দেন।

ছেলের অবস্থা বেগতিক দেখে মা খালেদা বেগম আহত মারুফ হোসেন কে রাতেই কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।  পরবর্তী সময় আজ ১২ ই জুন আহত মারুফ হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ ঘটনায়  ভুক্তভোগী মারুল হোসেনের পরিবার প্রশাসনের সহায়তা চেয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় কালিগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। অভিযোগ পেয়ে মারুফ হোসেনকে  রাতেই তার শ্বশুর বাড়ি হতে উদ্ধার করা হয়েছে । বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।