খালিদ হোসেন, নড়াইল
নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ সংঘর্ষের ঘটনায় তিন নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সংগঠনের জেলা ইউনিট। বৃহস্পতিবার (১২ জুন) এই নোটিশ জারি করা হয় বলে জানিয়েছেন জেলা শাখার মুখপাত্র নুসরাত জাহান।
জানা গেছে, সংগঠনের যুগ্ম সদস্য সচিব ও জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আব্দুর রহমান মেহেদী, যুগ্ম সদস্য সচিব আমিরুল ইসলাম রানা এবং সদর উপজেলা আহ্বায়ক মো. রাশেদুল ইসলাম মামুন—এই তিনজনকে শোকজ করা হয়েছে। জেলা সদস্য সচিব মো. শাফায়াত উল্লাহ এবং মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবুর নির্দেশে শোকজ আদেশ জারি করা হয়।
নোটিশে বলা হয়, গত ৯ জুন শহরের পুরাতন বাস টার্মিনালে সংঘটিত অভ্যন্তরীণ সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে জবাব না দিলে কেন্দ্রীয় কমিটি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে। এছাড়াও রাশেদুল ইসলাম মামুনকে ‘কেন বহিষ্কার করা হবে না’ তা জানতে চেয়ে তাঁর সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।
জানা গেছে,গত ৬ জুন সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে আব্দুর রহমান মেহেদী জেলা প্রশাসককে নিয়ে সমালোচনামূলক একটি পোস্ট দেন, যাতে শহিদের প্রতি আরও যত্নবান হওয়ার আহ্বান জানানো হয়। পরে আমিরুল ইসলাম রানা পোস্টটি ডিলিট করে দেন এবং মেহেদীকে তিরস্কার করেন। এতে দুজনের মধ্যে সংঘাত শুরু হয়, যা সংগঠনের মেসেঞ্জার গ্রুপে তীব্র বাকবিতণ্ডায় রূপ নেয়।
৮ জুন সিনিয়র নেতারা বিষয়টি মীমাংসার উদ্যোগ নিলেও ব্যর্থ হন। পরদিন (৯ জুন) দুই গ্রুপ শহরের পুরাতন বাস টার্মিনালে মুখোমুখি অবস্থান নেয় এবং পাল্টাপাল্টি হামলার ঘটনায় অন্তত ছয়জন আহত হন। মেহেদীর পক্ষের ৩ জন এবং রাশেদুল ইসলাম মামুনের পক্ষের সাকিব খান ও মুমিন আহত হন।
সংগঠনের সদস্য সচিব মো. শাফায়াত উল্লাহ বলেন,
“বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হলো জুলাই বিপ্লবের প্ল্যাটফর্ম। এখানে এই সংঘর্ষ অত্যন্ত হতাশাজনক। উভয়পক্ষই আমাদের মীমাংসার চেষ্টা ব্যাহত করেছে। তাই শোকজ নোটিশ দেওয়া হয়েছে।”
জেলা সংগঠক মিনহাজুল ইসলাম বলেন,
“সংগঠনের অফিসিয়াল পেইজ কিছু অদক্ষ, অথর্ব ও অযোগ্য লোক কুক্ষিগত করে রেখেছে। তাদের হেলামির জন্যই এতবড় অঘটন ঘটেছে। আহত মেহেদী একজন গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা—তাঁর ফের আহত হওয়া হৃদয়বিদারক। হানাহানিতে কেউ লাভবান হয় না, ক্ষতিগ্রস্ত হয় সংগঠনই।”
আপনার মতামত লিখুন :