রতন মিয়া, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নির্দেশে একটি অন্তর্বর্তীকালীন সমন্বয় কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে। ১৫ জুন ২০২৫, শনিবার তারিখে এই কমিটি অনুমোদন দেওয়া হয় এবং তা পরবর্তী তিন মাস অথবা পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত কার্যকর থাকবে।
স্মারক নং এনসিপি/উ.স.ক./২০২৫-২০২৬/৮৫ অনুযায়ী, এই কমিটির প্রধান সমন্বয়কারী মনোনীত হয়েছেন মো. এ এস মজনু। তাঁর সঙ্গে যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রাকিব মিয়া, মো. রাকিবুল ইসলাম (রিজু), ও মো. মোদাব্বেরুল ইসলাম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
মো. ময়দুল ইসলাম (মধু), মো. খালিদ হাসান মিলু, মো. রজেদুল ইসলাম, মো. শাহানুর আলম, মাসুম বিল্লাহ, আ.আ. মো. ইমরুল কায়েস, মো. হাফিজুর রহমান, মো. সোহেল রানা (রানু), মো. শহিদ মিয়া, মো. সাকলাইন মোস্তাক, মো. রেজোয়ানুল হক, মো. কবিরুল ইসলাম, নজরুল ইসলাম (আলো) চৌধুরী, সুমন হাসদা, তৌফিক হাসান রাফি, মোক্তাদি কেমি, মোছা. মোরশেদা বেগম, মো. আশরাফুল ইসলাম মুহিন, মো. কামরুল ইসলাম, মোছা. লিমা আক্তার ও মো. জাহাঙ্গীর আলম জাকির।
কমিটি অনুমোদন করেছেন
সদস্য সচিব আখতার হোসেন
উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম
স্থানীয় রাজনৈতিক পরিমণ্ডলে এই কমিটির অনুমোদনকে স্বাগত জানানো হয়েছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :