আফ্রিকায় যাচ্ছেন বিমান বাহিনীর শান্তিরক্ষীরা


dailymukti24 প্রকাশের সময় : জুন ১৬, ২০২৫, ২:৪২ অপরাহ্ন /
আফ্রিকায় যাচ্ছেন বিমান বাহিনীর শান্তিরক্ষীরা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের জন্য মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে গমনকারী BANAMUHU-6 কন্টিনজেন্টের সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান  এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি

সোমবার, ১৬ জুন ২০২৫ তারিখে রাজধানীর বিমান বাহিনী সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি অংশগ্রহণকারী সদস্যদের সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান।

আন্তর্জাতিক মিশনে যাওয়ার আগে এ ধরণের দিকনির্দেশনামূলক সংবর্ধনা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি প্রথাগত উদ্যোগ, যা সেনা সদস্যদের মনোবল বৃদ্ধিতে সহায়তা করে।

বক্তব্য শেষে  বিমান বাহিনী প্রধান মিশনের সফলতা কামনায় এক বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, ঢাকাস্থ বিমান ঘাঁটির এয়ার অধিনায়কসহ বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জানা যায়, জাতিসংঘ MINUSCA মিশনে নিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে সমরাস্ত্র ব্যবহারে সক্ষম তিনটি MI-171 হেলিকপ্টার ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টসহ মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে কার্যক্রম পরিচালনা করছে। এই ইউনিট নাইট ভিশন প্রযুক্তিসম্পন্ন, যা আধুনিক যুদ্ধ ক্ষেত্রে বিশাল সক্ষমতা প্রদান করে।

BANAMUHU-6 কন্টিনজেন্টের নেতৃত্বে থাকছেন  এয়ার কমডোর ইমরানুর রহমান, বিইউপি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি)

এই শান্তিরক্ষা কন্টিনজেন্টটি ১৯ জুন ২০২৫ তারিখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা থেকে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের উদ্দেশ্যে রওনা দেবে।