সিরাজগঞ্জের শাহজাদপুরে, বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে উপজেলা ও পৌর যুবদল এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করে। বিএনপি নেতা ও কাপড় ব্যবসায়ী আজমীর হোসেন বিপুল হত্যার বিচার দাবি করে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি শুরু হয় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় একই অফিসের সামনে। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিল শেষে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “হত্যাকাণ্ডের দুই মাস পার হলেও এখনও কোনো আসামি গ্রেপ্তার হয়নি, যা প্রশাসনিক ব্যর্থতার দৃষ্টান্ত।”
এই হত্যাকাণ্ডে স্থানীয় সন্ত্রাসীদের সম্পৃক্ততা রয়েছে দাবি করে বক্তারা বলেন, হত্যার ঘটনাটি পরিকল্পিতভাবে চালানো হয়েছে এবং এর পেছনে রাজনৈতিক প্রতিহিংসাও থাকতে পারে। তারা দ্রুত বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
নিহতের বড় ভাই নুরুজ্জামান বলেন,“গত ১৮ এপ্রিল পৌর শহরের রামবাড়ি মহল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইয়াবা ব্যবসায়ী শহিদুল ও তার সহযোগীরা আমার ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। এখনো তাদের কেউ গ্রেপ্তার হয়নি।”
এই দাবিকে ঘিরে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং এলাকায় রাজনৈতিক উত্তেজনাও বিরাজ করছে। নেতৃবৃন্দ প্রশাসনকে উদ্দেশ করে বলেন, জনগণের আস্থা ফেরাতে হলে অবিলম্বে এই হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।
আপনার মতামত লিখুন :