বাঞ্ছারামপুরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত


dailymukti24 প্রকাশের সময় : জুন ২০, ২০২৫, ৯:৫৪ পূর্বাহ্ন /
বাঞ্ছারামপুরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

 আশরাফুল ইসলাম মারুফ, ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী পার্টনার কংগ্রেস। এ আয়োজন ছিল পার্টনার প্রকল্পের আওতায়, যা বাস্তবায়ন করছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর। উদ্দেশ্য ছিল কৃষি ও পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টিসহ টেকসই গ্রামীণ পরিবর্তন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোস্তফা এমরান হোসেন, উপপরিচালক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. ময়নুল হক সরকার, অতিরিক্ত উপপরিচালক (শস্য), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া এবং পার্টনার প্রকল্পের কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ সারোয়ার জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার মো. নাসির উদ্দিন।

সেশন পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুষময় ভৌমিক এবং সমবায় অফিসের সহকারী পরিদর্শক সাবিহা সুলতানা।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী মোস্তাইন বিল্লাহ, মৎস্য কর্মকর্তা সাঈদা আক্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফারুক ই আজম, জনস্বাস্থ্য প্রকৌশলী সিয়াম আহম্মেদ, বাঞ্ছারামপুর প্রেস ক্লাব সভাপতি মো. নাছির উদ্দিন, সহসভাপতি ফয়সল আহমেদ খানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এছাড়াও অংশ নেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি, উদ্যোক্তা কৃষক ও পার্টনার স্কুলের কৃষকগণ।

অনুষ্ঠানে পার্টনার প্রকল্পের পরিচিতি, পিএফএসি সেবা কেন্দ্রের কার্যক্রম, আয়বর্ধক কার্যক্রম, উত্তম কৃষি চর্চা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

ফেরদৌস আরা বলেন, “কৃষিকে এগিয়ে নিতে মাঠপর্যায়ের কার্যক্রম জোরদার করতে হবে। আধুনিক কৃষি প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে সচেতনতা তৈরি করতে পারলেই টেকসই কৃষি সম্ভব।”

বক্তারা বলেন, “সার ও কীটনাশক ব্যবহারে সচেতনতা এবং আধুনিক চাষাবাদে উদ্বুদ্ধ করতে পারলে দেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করা সম্ভব।”