মোঃ জাওয়াদ, ঢাকা
এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। রবিবার (২২ জুন ২০২৫) দুপুরে রাজধানীর বকশীবাজারে শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করেন।
তাদের অভিযোগ, দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু ও করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি, লোডশেডিং ও বন্যা পরিস্থিতির কারণে প্রস্তুতি নিতে মারাত্মক ব্যাঘাত ঘটেছে। এমন অবস্থায় পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ বলেও তারা উল্লেখ করেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা তিনটি মূল দাবি উত্থাপন করেন—
১. আসন্ন এইচএসসি পরীক্ষা পেছানো, ২. সময়সূচি পুনর্নির্ধারণ, ৩. মূল্যায়ন পদ্ধতিতে MCQ ও লিখিত মিলিয়ে নম্বর নির্ধারণ করা।
শিক্ষার্থীরা জানান, “পরিবার ও আশপাশের অনেকেই ডেঙ্গু বা করোনায় আক্রান্ত। পরীক্ষা দিলে আমরা নিজেরা এবং পরিবারের সদস্যরা সংক্রমণের ঝুঁকিতে পড়ব। দ্রুত শিক্ষা মন্ত্রণালয়ের সুস্পষ্ট সিদ্ধান্ত চাই।”
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করেন। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
অন্যদিকে শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, “পরীক্ষা পেছানোর মতো এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে জানানো হয়েছে এবং আলোচনা চলছে। আগামী ১৯ জুন এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।”
রাজধানী ছাড়াও রাজশাহীসহ দেশের অন্যান্য শিক্ষাবোর্ড এলাকাতেও একই দাবিতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষা প্রশাসন এখন কঠিন সিদ্ধান্তের মুখোমুখি।
আপনার মতামত লিখুন :