আতিকুর রহমান, কুড়িগ্রাম
“বাংলাদেশের মাটিতে ভারতের দালালদের কোনো স্থান হবে না,” — এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেন,
“যারা ভারতের সহযোগিতায় ক্ষমতায় যেতে চান, তারা বুঝে নিন এই দেশের ঈমানদার জনগণ তাদের প্রতিহত করবে এবং প্রয়োজনে ভারতে পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ।”
শনিবার (২১ জুন) বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “সব মতাদর্শ দেখে শেষ—এবার আমাদের দরকার ইসলামের বাংলাদেশ। রক্ত দেব, জীবন দেব, তবু বিদেশি শক্তির গোলামী করব না। আন্দোলন এখনো শেষ হয়নি, এটি শুরু মাত্র।”
তিনি আরো বলেন, “চোর দিয়ে চুরি বন্ধ হয় না, খুনির হাতে খুন বন্ধ হয় না। যারা বারবার ক্ষমতায় এসে দুর্নীতির রাজত্ব কায়েম করেছে, তাদের দিয়ে দেশের কল্যাণ হবে না।”
সমাবেশ থেকে কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা করেন তিনি। কুড়িগ্রাম-১: আলহাজ হারিছুল বারী রনি কুড়িগ্রাম-২: অধ্যক্ষ মাওলানা মো. নূর বখত কুড়িগ্রাম-৩: ডা. মো. আক্কাস আলী সরকার কুড়িগ্রাম-৪: সহকারী অধ্যাপক হাফিজুর রহমান
তিনি হাতপাখা প্রতীকের পক্ষে সমর্থন চেয়ে বলেন, “ইসলামী রাজনীতির বিজয় মানেই মানুষের অধিকার প্রতিষ্ঠা।”
বর্তমান পুঁজিবাদী ব্যবস্থাকে ব্যর্থ আখ্যা দিয়ে বলেন, “এই ব্যবস্থায় ধনী আরও ধনী হয়, গরিব আরও গরিব হয়। ইসলামি অর্থনীতি সকলের কল্যাণে প্রতিষ্ঠিত হতে পারে।”
সমাবেশে ইসলামি আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও জামায়াতে ইসলামি ও এনসিপির নেতারাও উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, “প্রকৃত নির্বাচন ও প্রতিনিধিত্বমূলক ব্যবস্থার জন্য ইসলামপন্থীদের ঐক্যই এখন সময়ের দাবি।”
সমাবেশের সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা শাহজাহান মিয়া। কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি সন্ধ্যার আগে শেষ হয়।
আপনার মতামত লিখুন :