বরিশালের মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছুরিকাঘাতে আহত ৩


dailymukti24 প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন /
বরিশালের মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছুরিকাঘাতে আহত ৩

নিজস্ব প্রতিবেদক :::
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে গোয়েন্দা (ডিবি) পুলিশের ওপর হামলা চালিয়ে পালিয়েছে মাদক কারবারিরা। এ ঘটনায় ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবলসহ তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দেহেরগতি ইউনিয়নের দারোগার হাটখোলা এলাকায় হারুন খাঁর ফার্ম বাগানে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন পুলিশ কনস্টেবল মো. ইমরান, স্থানীয় সাগর (২৭) ও শাওন (২৫)।
বরিশাল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মোস্তফা আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক গোলাম আজমের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাগর ও তার কয়েকজন সহযোগী হঠাৎ ডিবি পুলিশের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও মারামারি হয়।

এতে পুলিশ কনস্টেবল মো. ইমরানের বাম গালে ছুরিকাঘাত লাগে। আহত তিনজনকেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিদর্শক মোস্তফা আনোয়ার আরও বলেন, হামলাকারীরা পালিয়ে গেছে। তাদের ধরতে অভিযান চলছে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ‘ঘটনাটি শুনেছি। ডিবির পক্ষ থেকে বিস্তারিত পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’