স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে অনশন


dailymukti24 প্রকাশের সময় : জুলাই ৫, ২০২৫, ৪:৪৪ অপরাহ্ন /
স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে অনশন

 

সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের বেলকুচিতে এক তরুণী স্ত্রীর স্বীকৃতি দাবি করে অধ্যক্ষ প্রেমিকের বাড়িতে অনশন করেছেন। বেলকুচি লাইট হাউজ টেকনিক্যাল বিএম কলেজের অফিস সহকারী সাবিনা ইয়াসমিন (২৩) দাবি করেন, তিনি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সঙ্গে ২০২৩ সালের সেপ্টেম্বরে গোপনে বিয়ে করেন।

ঘটনাটি ঘটে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের পিড়ার চর গ্রামে। তরুণী জানান, “আব্দুর রাজ্জাক আমার সব, ওকে ছাড়া বাঁচবো না। স্ত্রীর স্বীকৃতি না পেলে আত্মহত্যা ছাড়া পথ নেই।” তিনি অভিযোগ করেন, চাকরির প্রলোভনে ১১ লাখ টাকা আদায় করে তাকে বিয়ে করেন আব্দুর রাজ্জাক। পরে সন্তান জন্ম দিলেও শিশুটি মারা যায়। এরপর তার প্রথম স্ত্রীর চাপে ডিভোর্স পাঠান।

তরুণীর মা বলেন, “আমার মেয়েকে বিয়ে করে এখন প্রতারণা করছে, ওর স্ত্রীর মর্যাদা ফিরিয়ে দিতে হবে।”

এ বিষয়ে বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন জানান, “চাকরির নামে টাকা নিয়ে বিয়ে, পরে ডিভোর্স – এটি প্রতারণা। পুলিশ তদন্ত করছে।”