

প্রতিবেদক, প্রযুক্তি ডেস্ক
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টিভি শো ব্যাচেলর পয়েন্ট–এর স্পেশাল এপিসোডে অংশীদারিত্বের মাধ্যমে দেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে স্মার্টফোন ব্র্যান্ড অপোর সর্বশেষ ডিভাইস অপো এ৬ প্রো। তরুণ প্রজন্মের লাইফস্টাইল, ভ্রমণ ও বিনোদনের সাথে প্রযুক্তির সংযোগকে তুলে ধরতেই এ উদ্যোগ নিয়েছে অপো।
ডিভাইসটির বিশেষ ফিচারের মধ্যে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৮০ ওয়াট ফাস্ট চার্জিং, আন্ডারওয়াটার ভিডিওগ্রাফি মোড, এআই ইমেজিং, এআই লিঙ্কবুস্ট ৩.০, মিলিটারি-গ্রেড ড্রপ রেজিস্ট্যান্স ও ৩০০% আলট্রা ভলিউম মোড। দীর্ঘ ভ্রমণ, আউটডোর আড্ডা বা বন্ধুত্বের স্মৃতি ধারণে এটি হয়ে উঠতে পারে নিখুঁত সঙ্গী।
ডিভাইসটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪,৯৯০ টাকা (৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ)। প্রি-অর্ডারকারীরা পাচ্ছেন অপো ব্যাকপ্যাক, দুই বছরের ওয়ারেন্টি, ইএমআই সুবিধা ও এক্সচেঞ্জ অফারে বিশেষ ছাড়।
অপো বাংলাদেশ ডিস্ট্রিবিউটর ডেমন ইয়াং বলেন, তরুণদের উদ্দীপনা ও প্রাণবন্ত স্পিরিটের সাথে মানানসই ভ্রমণসঙ্গী হিসেবেই বাজারে আনা হয়েছে অপো এ৬ প্রো।
আপনার মতামত লিখুন :