ব্যাচেলর পয়েন্টে উন্মোচিত অপো এ৬ প্রো


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৯-৩০, ১১:০৭ AM / ১০০
ব্যাচেলর পয়েন্টে উন্মোচিত অপো এ৬ প্রো

 প্রতিবেদক, প্রযুক্তি ডেস্ক

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টিভি শো ব্যাচেলর পয়েন্ট–এর স্পেশাল এপিসোডে অংশীদারিত্বের মাধ্যমে দেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে স্মার্টফোন ব্র্যান্ড অপোর সর্বশেষ ডিভাইস অপো এ৬ প্রো। তরুণ প্রজন্মের লাইফস্টাইল, ভ্রমণ ও বিনোদনের সাথে প্রযুক্তির সংযোগকে তুলে ধরতেই এ উদ্যোগ নিয়েছে অপো।

ডিভাইসটির বিশেষ ফিচারের মধ্যে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৮০ ওয়াট ফাস্ট চার্জিং, আন্ডারওয়াটার ভিডিওগ্রাফি মোড, এআই ইমেজিং, এআই লিঙ্কবুস্ট ৩.০, মিলিটারি-গ্রেড ড্রপ রেজিস্ট্যান্স ও ৩০০% আলট্রা ভলিউম মোড। দীর্ঘ ভ্রমণ, আউটডোর আড্ডা বা বন্ধুত্বের স্মৃতি ধারণে এটি হয়ে উঠতে পারে নিখুঁত সঙ্গী।

ডিভাইসটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪,৯৯০ টাকা (৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ)। প্রি-অর্ডারকারীরা পাচ্ছেন অপো ব্যাকপ্যাক, দুই বছরের ওয়ারেন্টি, ইএমআই সুবিধা ও এক্সচেঞ্জ অফারে বিশেষ ছাড়।

অপো বাংলাদেশ ডিস্ট্রিবিউটর ডেমন ইয়াং বলেন, তরুণদের উদ্দীপনা ও প্রাণবন্ত স্পিরিটের সাথে মানানসই ভ্রমণসঙ্গী হিসেবেই বাজারে আনা হয়েছে অপো এ৬ প্রো।