যানজটে নাস্তানাবুদ চরফ্যাসনের মানুষ, বিপাকে শিক্ষার্থী-রোগী


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-১০-১৯, ৮:১১ PM / ৬৭
যানজটে নাস্তানাবুদ চরফ্যাসনের মানুষ, বিপাকে শিক্ষার্থী-রোগী

এম ফাহিম, চরফ্যাসন (ভোলা)

ভোলার চরফ্যাসন পৌর শহরের প্রধান সড়কটি বর্তমানে হকার ও অবৈধ পার্কিংয়ের দখলে। সড়কের দু’পাশে অস্থায়ী দোকানপাট বসানো, রিকশা-সিএনজির যত্রতত্র পার্কিং এবং যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে এই জনদুর্ভোগ।

সরেজমিনে দেখা যায়, জেলা পরিষদ মার্কেট থেকে আধুনিক হাসপাতাল পর্যন্ত সড়কের বেশিরভাগ জায়গা দখল করে বসেছে হকার ও পার্কিং করা যানবাহন। ফুটপাত তো বটেই, রাস্তার এক-তৃতীয়াংশ জায়গা জুড়ে চায়ের দোকান, ফল বিক্রি ও নানা পণ্যের পসরা।

হকাররা জানান, “আমরা নিম্ন আয়ের মানুষ। নির্দিষ্ট জায়গা না থাকায় বাধ্য হয়ে সড়কের পাশে বসি। পৌরসভা যদি হকার জোন নির্ধারণ করে দেয়, তাহলে আমরা সড়ক দখল করব না।”

স্থানীয়রা জানান, যানজটের কারণে অফিসগামী কর্মজীবীরা দেরিতে কাজে পৌঁছান, শিক্ষার্থীরা স্কুলে দেরি করে যায়, আর রোগীরা পড়েন চরম বিপদে। অনেক সময় অ্যাম্বুলেন্স ও রোগীবাহী গাড়ি ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে।

ব্যবসায়ী আবু সিদ্দিক বলেন, “হকারদের কারণে দোকানে ক্রেতারা প্রবেশ করতে পারেন না। এতে আমাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে।”

অটোরিকশা চালক ইব্রাহিম বলেন, “নির্ধারিত পার্কিং স্পটে যাত্রী পাই না, তাই বাজারের ভেতরে গাড়ি রাখি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাসনা শারমিন মিথি বলেন, “হকার ও যানবাহনের কারণে শহরের প্রধান সড়কটি দখল হয়ে পড়েছে। আগেও উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে এবার আরও কঠোরভাবে পদক্ষেপ নেওয়া হবে।”