

সাইফুল ইসলাম নাহিদ, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা)
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রেমে বাধা দেওয়ায় বড় বোনের হাতে ছোট বোন খুনের হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। শনিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার সিদলাই ইউনিয়নের বেড়াখলা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত সামিয়া জাফরিন আরসি (৮) স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ও মো. সোহেলের কন্যা। গ্রেফতার হওয়া বড় বোন সাদিয়া আফরিন আলভী (১৬) দশম শ্রেণির ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, বাবা-মা চট্টগ্রামে কর্মরত থাকায় দুই বোন দাদি ফাতেমা আক্তারের কাছে বসবাস করত। ঘটনার দিন দুপুরে খাবার খেয়ে ছোট বোন আরসি ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর দাদি ঘরে এসে দেখতে পান, আরসি নিস্তেজ অবস্থায় পড়ে আছে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পরে সাদিয়ার আচরণ সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে। পুলিশ জানায়, সাদিয়া প্রেমঘটিত কারণে ছোট বোনের বাধা ও বিষয়টি ফাঁস করে দেওয়ার ভয় থেকে রাগের বশে ওড়না পেঁচিয়ে আরসিকে হত্যা করে এবং পরে রান্নাঘরের চুঙ্গা দিয়ে মাথায় আঘাত করে।
ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, “আসামী সাদিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। সে আদালতে জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছে।”
আপনার মতামত লিখুন :