নাচোলে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশুদিবস পালিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৩, ১০:৫৯ অপরাহ্ণ /
নাচোলে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশুদিবস পালিত
মোঃ আতাউর রহমান, নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামীলীগ ও অংগসহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও স্কাউটস-গার্লস গাইড, বাংলাদেশ পুলিশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর, পল্লী বিদ্যুৎ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পক্ষে আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিনের কেক কেটে শিশুদের মাঝে বিতরণ করা হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন-অর-রশিদের সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান ভাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নী, সহকারী কমিশনার(ভূমি) মিথিলা দাস ও নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান। পরে জাতীর জনকের জীবনীর উপর বিষয়ভিত্তিক প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে এদিন উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের সভাপতিত্বে নাচোল মধ্যবাজার দলীয় কার্যোলয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, দোয়া-মোনাজাত ও জাতীর জনকের বর্ণাঢ্য জীবনীর উপর সংক্ষিপ্ত আলোচনা করা হয়। পরে দলীয় কার্যালয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিনের কেক কেটে শিশুদের ও দলীয় নেতা-কর্মীদের মাঝে বিতরণ করা হয়।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com