কুমিল্লায় মসজিদের সামনে ভিডিও ধারণ করায় লাইকি নির্মাতা ইয়াসিন গ্রেফতার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : আগস্ট ১০, ২০২১, ২:৪০ পূর্বাহ্ণ / ০ Views
কুমিল্লায় মসজিদের সামনে ভিডিও ধারণ করায় লাইকি নির্মাতা ইয়াসিন গ্রেফতার

কুমিল্লা জেলার দাউদকান্দি  মডেল মসজিদ ও ইসলামিক সেন্টারের সামনে বিভিন্ন ধরনের ভিডিও ধারণ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করায়  লাইকি নির্মাতা ইয়াসিনকে আটক করা হয়েছে । আটককৃত ইয়াসিন দেবিদ্বার উপজেলা দিয়াবাড়ি এলাকার বাসিন্দা গোলাপ মিয়ার ছেলে।

৮ আগস্ট( রবিবার) সকালে কুমিল্লা জেলা পুলিশ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান গত ২১ শে জুলাই দাউদকান্দির মডেল মসজিদ ও ইসলামিক সেন্টারের সামনে বিভিন্ন ধরনের ভিডিও ধারণ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে । আটককৃত ইয়াসিন সুমাইয়া০০৮ নামীয় টিকটক আইডিতে ধারণকৃত ভিডিও শেয়ার করলে খুব দ্রুত ভিডিওটি ভাইরাল হতে থাকে। এতে মসজিদের পবিত্রতা রক্ষা সহ সাধারণ মুসল্লিদের মাঝে অসন্তোষের সৃষ্টি হয়। এ বিষয়টি দ্রুত জেলা পুলিশের নজরে আসলে কুমিল্লা জেলা পুলিশ গত শনিবার রাত বারোটায় ইয়াসিনকে তার গ্রামের বাড়ি থেকে আটক করে। 

জেলা পুলিশ সুপার আরও বলেন আটককৃত ইয়াসিন ও তার সহযোগীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হবে ।

বিস্তারিত দেখুন ভিডিওতে-

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com