নড়াইলে ম্যাগাজিন ও গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৩, ১:০৪ পূর্বাহ্ণ /
নড়াইলে ম্যাগাজিন ও গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার 
নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলে সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ম্যাগাজিন ও গুলিসহ পিস্তল এবং দেশীয় অস্ত্র উদ্ধার। গত ৩০ আগস্ট নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান ও ডিবির পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলামের যৌথ তত্ত্বাবধানে এসআই(নিঃ) জয়দেব কুমার বসু, এসআই (নিঃ) অপু মিত্র, এএসআই (নিঃ) সেলিম হোসেন, এএসআই(নিঃ) নাহিদ নিয়াজ, এএসআই (নিঃ) জামিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দক্ষিণ নড়াইল গ্রামস্থ তুফান কাউন্সিলরের বসত ঘর থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড ৭.৬৫ এম এম গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, একটি চাকু ও একটি এয়ারগান উদ্ধার করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তুফান কাউন্সিলর দ্বিতীয় তলার বারান্দা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। অবৈধ অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধারে জেলা পুলিশের অভিযান অব্যাহত আছে।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com